রাজাপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা


ঝালকাঠির রাজাপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার বিকেলে উপজেলার গালুয়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, রাজাপুরের গালুয়া বাজারে অভিযানকালে একটি ফার্মেসী, কসমেটিকস ও একটি জেনারেল স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী পাওয়া যায়।
এসময় প্রতিষ্ঠানের মালিকদের ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক এসব প্রতিষ্ঠানের মালিকরা জরিমানার টাকা পরিশোধ করেন।
এইচকেআর
