রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় মামলা


ঝালকাঠি জেলার রাজাপুরে ষোল বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে ভূক্তভোগীর বাবা বাদী হয়ে ঝালকাঠি বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৫৫/২২)।
অভিযুক্তরা হলো উপজেলা সদর ইউনিয়নের মৃত আশ্রাব আলী খলিফার ছেলে শফিক খলিফা (৩২), মৃত আইউব আলীর ছেলে মিজান (৩৫), মৃত আশ্রাব আলী খলিফার ছেলে আঃ রাজ্জাক (৩৬)।
মামলা সূত্রে জানা গেছে, ওই পরীক্ষার্থীকে পথে-ঘাটে দীর্ঘদিন থেকে অশ্লিল অঙ্গভঙ্গী করে আসছেন শফিক। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূক্তভোগী এসএসসি পরীক্ষার্থী তার বসতঘরে একা থাকায় শফিক তার সহযোগী মিজানকে নিয়ে ভূক্তভোগীর বাড়িতে যায়। শফিক ঘরের মধ্যে প্রবেশ করে ভূক্তভোগীকে ধর্ষণ চেষ্টা চালায় আর মিজান সামনে পাহাড়ায় থাকে। এ সময় ভূক্তভোগীর ডাকচিৎকারে পাশের ঘর থেকে ভূক্তভোগীর মা ছুটে আসলে তাকেসহ ভূক্তভোগীকে এলোপাথারী কিল-ঘুশি, থাপ্পর, লাথি মারে শফিক ও মিজান। এতে ভূক্তভোগী পরীক্ষার্থী ও তার মা ছেচা-ফুলা রক্তাক্ত জখম হয়।
স্থানীয়রা, ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওয়ানা হলে পথে শফিকের বড় ভাই রাজ্জাক উল্লেখিত ঘটনায় কোন আইনী ব্যবস্থা নিলে রাতের আধারে ঘরে আগুন দিয়ে পোড়ায় মারার হুমকি দেয়। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
অভিযুক্ত মিজান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায়, শফিকের সাথে ভূক্তভোগীর সম্পর্ক ছিল। ওই দিন মহিলা-মহিলা মারমারি হয়েছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, এখন পর্যন্ত আদালতের কোন আদেশ থানায় আসেনি।
এমইউআর
