ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পুলিশ সুপার নাইমুল হককে বরিশাল রেঞ্জ ডিআইজি’র বিদায় সংবর্ধনা

পুলিশ সুপার নাইমুল হককে বরিশাল রেঞ্জ ডিআইজি’র বিদায় সংবর্ধনা
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার নাইমুল হককে বিদায় সংবর্ধনা জানান বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পুলিশ সুপার পদো পদোন্নতিপ্রাপ্ত বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হককে বিদায় সংবর্ধনা জানিয়েছেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম- বিপিএম (বার), পিপিএম।

মঙ্গলবার নগরীর কাশীপুর এলাকায় বরিশাল রেঞ্জ পুলিশের বিভাগীয় সদর দপ্তরে পুলিশ সুপার নাইমুল হকের হাতে ফুল এবং ক্রেস্ট তুলে দিয়ে এ বিদায় সংবর্ধনা প্রদান করেন ডিআইজি।

পাশাপাশি বরিশালে দায়িত্বকালিন সময় সকাল ভালো কাজের জন্য নাইমুল হককে ধন্যবাদ জানান তিনি। একই সাথে নতুন কর্মস্থলে ন্যায়-নিষ্ঠা এবং শততার সাথে করকার কর্তৃক আরোপিত দায়িত্ব পালনের আহ্বান জানান ডিআইজি।

এসময় বিদায়ী পুলিশ সুপার নাইমুল হক তার নতুন কর্মস্থলে চৌকসতার পাশাপাশি ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে অঙ্গিকার করেন। এসময় ডিআইজি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নাইমুল হক দীর্ঘ দিন বরিশাল জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার এর দায়িত্ব পালন করেছেন। এখানে দায়িত্বে থাকাবস্থায় তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। পাশাপাশি তাকে কক্সবাজারে ১৪ এপিবিএন এর অধিনায়ক হিসেবে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।


কে.আর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন