পিরোজপুরে আ.লীগের কার্যালয়ে আগুন


পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে আওয়ামী লীগের কার্যালয়টিতে আগুন লাগে। এ সময় ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম খান রাজ জানান, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের এ কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমাদেরআড়াই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। প্রশাসনিকভাবে এ ঘটনার তদন্ত করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু জাফর বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করছি। কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থ নেওয়া হবে।

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                    .jpg) 
                                     
                                     
                                     
                                    